আমি দাঁড়িয়ে রই নব্য সমভাবে
আমি ভালোবাসি তবুও তোমাই
আমি খোঁজে ফিরে তোমাকে
কোনো বাদলা দিনের বিকালে।
কোনো রৌদ্র সন্ধ্যার অনুকূলে
কোনো অভিযোগহীন সকালে।


তুমি আসবে কবে আসবে
ভালোবাসবে নয় তো ভাসবে না
কাছে ডাকবে নয়তো ডাকবে না
দেখা হবে কথার মাঝে সমদূরে
একটু শান্তি যে তুমি দিতে পারো
বুঝবে কবে তুমি বুঝবে কে জানে।