তুমি সখী মোর প্রাণেরও প্রিয়সী
নত হও সদা মোর লাগিন।
কিছু কি কথন বুঝিতে কি পারো?
নাকি নিরলা ভাবো শুধু অকারণ।।

আমারও হৃদয় চাই যে গহন
তোমাতে কি মুক্তা ছড়িয়েছে দূর
কিসের লাগিন জুড়িয়ে যাও
একান্ত নির্জন ভাবিতে যাও।।

যতই দেখো কল্পের ছলে নতুবা ভুলে
শুনিবে তুমি কতটা সুরে বাঁজে যে বাঁশি
তোমারও প্রাণ মোর করো দান
আমারও অন্তর করে তর তর।।

আছি কি আমি তোমারি প্রান্তর
ভাবিয়া লও তোমার ব্যথা খানি
কিসের ছলে লেগেছে সুধায়
আমাকে দরিয়ে পাড়ি দিবি জানি।।

কেনই তুমি বলিতে চাও আমাকে রাখিয়া
মনেরও সাধনা হয় যে পুরিয়া
যাবে কি তুমি ভাসানীর চরে
নীরবে বসিয়া মিঠাইবো প্রাণের পিপাসা।।