ত্রিশঙ্কু দশা হৃদয় উত্তরে ভ্রান্ত
তেল কাজলা রুপ তোর
তুষের আগুনে দগ্ধ মোর মন।
আপনহারা চিত্ত আউপাতালি
রাশভারী প্রেম নিরবধি টানে।।


আপুপাটু দিল আমি বিভোর
আষ্টেপৃষ্ঠে স্তম্ভিত অনন্তশয্যা
ইশপিশ করে মনোজগৎ।
ঊরু প্রেম প্রণিধান শঙ্কা
উজুবাট নেই তোপ বুঝিস না।।


মোর এলকুমি-বেলকুমি
উস্তন খুস্তন করে অন্তর
আদ বাড়িয়ে দেয়া হিয়া
মনোরথ মাতামাতি জ্যোৎস্নাতে
অল্পতে সুখ অতিতে কাঁদি মরি লেষ।।