তোমাকে দেখি নি যে রাতে
দূর গগনের নক্ষত্রের সাথে
হয়নি মোর আলাপন
বিরহে যে হৃদয় হয়েছে মলিন।


তোমাকে দেখি নি তাই,
মধ্য রাতের ঘুমের ঘোরে আনমনে
আক্রোশ বেদনার মোহ দিয়ে গেছে কত যন্ত্রণা
দেখ নি তুমি, দেখ তো কেউ আর।


বুঝবে কবে আমার হৃদয়ের কথা?
তোমাকে না দেখার ব্যথায়,
হতপুষ্টে ব্যথিত কথায় কেটে গেছে রাতটা
চাই নি যেতে নিঝুম দু-চোখ ক্লান্তি শেষে।


উঠে দেখি নি সেই চিরচেনা মুখখানি
যার হাসিতে হেসে উঠে মোর প্রাণ
দেখি নি যে তোমার মায়াবী দু-নয়ন
তোমার হাতের কাঁকন তুলি ‍নি ঝংকার।