মোর কেশরঝুঁটি বেঁধেছি আঁটির ছলে
পিছন ফিরে বসে আছি তুমি আসবে বলে।
একটু তুমি ছু্ঁইয়ে দাও প্রেমের ভুলে
বিরহ অভিমান ভুলে যাও আমাই দেখে।।

প্রেয়সী তোমার; জানায় আকুল নিবেদন
মোরে গ্রহণ করো আজীবন পানে।
মরিতে চাই আমি রেখে দু-হাতে হাত
ভুলে যাও সব যদি হয় আমার ভুল।।

আনমনে অবেলায় বসেছি যে পুকুর ঘাটে
পিছন ফিরে দেখি যেন তোমার নয়ন।
ছুঁইয়ে দাও মোর গাড়ে তোমার বাহু
হৃদয় মাঝে তোমাকে ডাকি এমন করি।।

যেন কত কাল তোমার ছোঁয়াতে ব্যাকুল তনু
প্রেমের ভুলে যদি হয় একটু ভুল না হয় হোক।
আমার প্রেমের আবেদন নিও তুমি হেসে
হৃদয়ের কথা মোর শুনে নাও তুমি আজ।।

আকুতি জানায় প্রিয় সর্ব প্রেমের নাসে
কিছুটা সময় দাও মোরে ভালোবেসে বেসে।
তোমাতে মগ্ন মোর মন বাজে হৃদয়ে দোলা
ফিরিয়ে দিও না মোরে এই প্রেমের বেলায়।।