মায়াবিনী অপরুপ পরিপাটি তুমি,
তোমার পরনে গাঢ় আকাশি শাড়ি।
নয়ন জুড়ে কাজলের রেখা
কঙ্কণে ডেকে যায় দুহাত।।


গুচ্ছায়ন বাঁধে তোমার আবরণে।
ঘন কালো যেই কেশর তোমার
কোঁপাতে বাঁধিবে বেলি ফুল।
দক্ষিণা বাতায়নে বইবে নব গগনে।।


রঙিলা প্রেমে গাইবা নব গান,
নিত্য তোমার মনেতে বাঁধবে বাসা।
তোমার মুখেতে ফুটিয়ে ফুল
হৃদয়ে তোমার রয়েছে কত প্রেম।।


কে জানে সেই প্রেম কত মধুর
হারিয়ে যাচ্ছে প্রেমের অমৃত।
তোমার মনেতে কত গোপন বাসনা,
পারোনি বলিতে সেই কথা আর।।


সুপ্ত সুরে আবৃত তোমার মনের দুয়ার
যত কথা তোমার,যত ইচ্ছা জাগে
গুছিয়ে রয়েছে তোমার বেদনা
জাগে কি মনে তোমার এই ভূবনে।।