তুমি কি আমায় ভালোবাসো?
নাকি তুমি ঘুরছো অন্য কান্তা-এর ধারে ধারে?
আমার হৃদয়খানা কি অলির মতন
পারি নি করিতে তৈরি?
যার তরে তুমি দিতেও পারিতে প্রাণও বিসর্জন।।


তুমি কি আমায় ভালোবাসো?
আমার বারো হাত শাড়ির রুপসী রঙিন
সেই কি তোমায় মুগ্ধ করে?
নাকি ব্যর্থ এই শাড়ি পরা,
ব্যর্থ তোমারে অন্তরে আনা।।


তুমি কি আমায় ভালোবাসো?
কি করে বলিবো আমি?
মোর দিল তোমারি যে খোঁজে
অবিরত আনমনে মন কি বোঝে?
তুমি যে থাকো দূরে দূরে।।


[কান্তা(স্ত্রীলিঙ্গ)-পত্নী, প্রিয়া।।অলি-মধুকর।।অবিরত-বিরামহীন, অবিশ্রান্ত, একটানা, ক্রমাগত।।]