তোমার মৃদু মৃদু হাসি
বড্ড ভালবাসি।
তোমার ঐ কাজল কালো চোখ
মন খুলে কথা হোক।


তোমার খোলা চুল
আমার যেন কিছু ভুল।
তোমার হাতের কঙ্কণ
নিত্য তোমার আলাপন।


তোমার কানের দুল
ঠোঁট ঠোঁটে যেন রঙিন ফুল।
তোমাতে বিভোর মগ্ন রাত্রি
দিনেতে কোলাহল তবুও যাত্রী।


নেই বিরতি ভাবনাতে শেষ
ব্যস্ততায় দূরে ক্লান্ত পথের ভুলে।
রেখেছো মনেতে নির্ভয়ে
তোমাকে ডাকছি কাছে।


হারানো পথের বাঁকে বাঁকে
আমাকে খুঁজতে যেও না।
তোমার মনের অলিতে-গলিতে
বন্ধ করে সব দরজা।