ভুলতে গিয়ে ফিরে আসি
কষ্ট দিতে গিয়ে আঘাতে মরি।
না চাইতে ভাবতে থাকি
দূরে যেতে হাজার বাঁধা।
আসে কোথা থেকে?


আমার মায়া তোমাতে ভিড়ে
পাবো না জানি তবুও কাছে চাই
এই চাওয়া তে কোনো ভুল নাই
ভুলতে গিয়েও পারি না ভুলতে।
বলতে পারো কি করে রাখি?


একলা থাকার কতই না যন্ত্রণা
তোমাকে পাওয়ার আমার শত আশা
না চাইলেও পড়ে যে মন
ভুলে যেতে চাই তো রোজ।
তবুও কেন পারি না বলো?