সমকালীন ছড়া
বাজারে আগুন
   -ফারুক আফসারী


বাজারে গিয়ে ভাই
হতে হয় নাজেহাল;
সত্তর টাকাতে
গরিবের মোটা চাল।


দাম শুনে চোখে লাগে
পেঁয়াজের ঝাঁজ;
ফুটে ওঠে কপালে
চিন্তার ভাঁজ।


লংকার বাজারে
লংকা কাণ্ড;
এই সব দেখে কি?
ঠিক থাকে মুণ্ড।


ধনেপাতা,লেবু আর
টমেটো,পেঁপে;
কিনতে হবে
টাকার ওজন মেপে।


পাঁচশ টাকায় গো মাংস
হাজার টাকায় খাসি।
ডিমের হালি ছত্রিশে
মুরগী দু’শ আশি।


কি বলবো মাছের কথা
মাছ বাজারে আগুন;
ষাট টাকাতে মিলবে ভাই
এক কেজি বেগুণ ।


এই হলো বর্তমান
বাজারের হাল চাল চিত্র;
চোখ বুজে কাঁদে তাই
নিম্ন আর মধ্যবিত্ত ।