দুর্গত হাওড় বাসীর থামছেনা কান্না ;
সব কিছু ভেসে গেছে অসময়ের বন্যা।


কৃষকেরা দিশাহারা নেই কোনো গতি;
হারিয়ে ক্ষেতের ধান হয়ে গেল ক্ষতি।


অনাহারে কাটে দিন কাটে ধুঁকে ধুঁকে ;
হতাশায় রাত কাটে ঘুম নেই চোখে।


আমাদের বোন ওরা আমাদের ভাই;
এসো মোরা হাওড় বাসীর পাশে দাঁড়াই।