দৃষ্টি আমার যায় মিলে যায়
দিগন্তের ঐ সীমানায়;
ইচ্ছে গুলো চায় যে যেতে
অনেক দূরের অজানায়।


মনটা আমার চায় যে হতে
স্বপ্নডানার চিল;
ইচ্ছে করে চায় যে ছুঁতে
দূর আকাশের নীল।


ইচ্ছে করে চায় যে হতে
সুতো কাটা ঘুড়ি;
হাওয়ায় হাওয়ায় গোত্তা খেয়ে
সারা আকাশ উড়ি।


ইচ্ছে আমার ফুলের বাগান
স্বপ্নগুলো কলি;
ভোমর হয়ে উড়ে উড়ে
মনের কথা বলি।