নিকষ কালো রাতের সাথে আমার অনেক সখ্যতা;
দীঘল রাত আর আমার গল্পের অনেক মিল।
ধরনীর বুকে যখন নেমে আসে গাঢ় অন্ধকার,
তখন নতুন জীবনের আশায় কর্মব্যস্ত হয়
অন্ধকার প্রিয় নিশাচরেরা।
নিশাচরেরা আমার গল্পের অতিথি;
তাদেরকে আমার জীবনের গল্প শোনাবো বলতেই খুশি হয়।
আমার গল্প শুনে নিশাচরের চোখে জল আসে।
নিশাচরেরা আঁধার খোঁজে।
গল্পের শেষে কয়েকটি জোনাক পোকা আমার গল্পের সারথি হতে এগিয়ে আসে।
দূরে ঝিঁ-ঝিঁ পোকারা অবিরাম ডেকে চলে ।
চাঁদের বুড়িও চরকা কাটা শেষে ঘুমিয়ে পড়ে...
শুধু একা জেগে থাকি আমি ।