আর কত যুদ্ধ!
আর কত রক্ত ঝরালে
পাব আমার স্বাধীনতা।
অত্যাচার,নির্যাতন,গুম,ধর্ষণ
রূখতে পারবো না
এ কেমন স্বাধীনতা!
অন্যায়-অবিচার-শোষণের বিরুদ্ধে
বলতে পারবো না কথা
এ কেমন স্বাধীনতা!
কে আছো বলবে?
গণতন্ত্রের কথা
অধিকার আদায়ের কথা
মানবিকতার কথা
বৈষম্যহীন জীবন গড়ার কথা
স্বাধীনতা আসে বারবার
বায়ান্নতে, ঊনসত্তরে,একত্তরে,নব্বইয়ে
রক্ত দিয়ে লিখেছিলাম স্বাধীনতা।
আর কত যুদ্ধ!
আর কত রক্ত ঝরালে
পাব আমার স্বাধীনতা।