মোর জীবনে বিষাদের জাল
ঘিরেছে  দুখের পাহাড়,
সুখ পাখির দেখা পায়না
আসে শুধু ব্যাথার জোয়ার।


সুখের খোঁজে দেশান্তর আজ
স্বপ্ন সিড়ি, স্বপ্ন আশায়,
তবু মিলেনা সুখ পাখি
স্বপ্ন কাঁদায়, স্বপ্ন হাসায়।


ভবঘুরে জীবন লাগেনা ভাল
চারদিকে শুধু বিষাদের জাল,
বেঁচে থাকার নিরন্তর চেষ্টা
পৃথিবীটা যে কত বিশাল।


কত স্মৃতি ঘুরপাক খায়!
ব্যাকুল মন আজ আমার,
রাত দুপুর বিষাদের জাল
চাই বেঁচে থাকার হাতিয়ার।


১৬ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।