চাঁদের পাশে একটা তারা
আঁধার রাতে গেল চলে,
চেয়ে দেখি খুকো মনি
চাঁদের সঙ্গে কথা বলে।

খুকো মনির আকুল মন
চাঁদের হাটে উড়াবে ঘুড়ি,
যখন তখন পাঠাবে চিঠি
সূতো টানে চাঁদের বুড়ি।

খুকো মনি নাটাই ঘুড়ি
খেলবে আজ নীল গগণে,
চাঁদের বুড়ি হেসে খেলে
আসবে নাকো ফুল বনে।

রাগ করোনা খুকো মনি
এনে দিব চাঁদের বুড়ি,
রাখবে তোমায় যতন করে,
খেলবে তুমি জীবন ভরি।

১০ জানুয়ারী, ২০১২খ্রিঃ || চুনারুঘাট, হবিগঞ্জ।