হারিয়ে গেছে গ্রামের শত বছরের
পুরানো বট বৃক্ষের তল,
হারিয়ে গেছে স্কুল মাঠে
পড়ে থাকা দুরন্ত বালকের দল।


খুঁজে পাইনা সরণির মোড়ে
মেতে থাকা লোকের হট্রগোল,
যুবকের হাতে পড়ে থাকা
আজ শুকনো রঙিন ফুল।


হারিয়ে গেছে মাঠে মাঠে
রাখাল বালকের সুর,
অবিরাম ছুটে চলা থমকে গেল
শৈশবের আলসে দুপুর।


কালে কালে হারিয়ে গেছে
শৈশবের মধুর দিনগুলি,
পড়ন্ত বিকালে বারান্দায় বসে
আচমকা দু-হাতে রং তুলি।


আগের মত পড়ি না দুচোখ মেলে
ধূলোপড়া বইয়ের পাতা,
আলমারিতে অলস পড়ে আছে
ছোট-বড় কিছু কবিতা।


দিন বদলে হারিয়ে আজ
নতুন কোনো জগতে,
যান্ত্রিক জীবনে রোবটের মত
বেঁচে আছি পৃথিবীতে।