বাড়ির আঙিনাতে শিমুল বাগানে
ডালে ডালে পাখির কলতান
কচুবনের ঝোপে বনলতা হাসে।
স্নিগ্ধ সকালে ঘুম ভাঙ্গে
চড়ুই পাখির গুঞ্জনে।
চায়ের কাপে চুমুকে চুমুকে
কিছু সময় বারান্দায় এসে দাড়ায়
দক্ষিনা বাতাসের স্পর্শে
জলরেখা দেখবো বলে।
আঙিনার পাশে শান্ত দিঘিতে
নিরন্তর পিপাসা নিয়ে আচমকা
মাছরাঙার প্রথম প্রহর অকপটে দেখি।
নীলাভ রঙের জলছবি
স্থির হয়ে সঙ্গহীনভাবে বসা।
আহারের খোঁজে অবিরাম
দিঘির পাড়ে কাটিয়ে দেয়।
তবুও তার অপেক্ষা শেষ হয় না।