সরু রাস্তা আকাবাঁকা
চারদিকে কোনো কোলাহল নেই।
একা একা হাঁটছি
নির্জন একটা বনে।
সেওলা জমে গেছে জমিনে।
পাহাড়ী বনে গুল্ম লতা পাতা
আর ঘাসের আবরণের উপর
মাঝে মাঝে উঁকি দেয় সূর্যের আলো।
পাখিগুলো ডানা ঝাপটে
নির্জন আকাশে উড়ছে।
দূর বহু দূরে যাচ্ছে চলে
আসে না আর ফিরে।
হাঁটছি একাকী
কোথায় যাব জানি না
সামনেই চৌরাস্তার মোড়।
আচমকা মনে হল বনের গহীনে
নিজেকে হারিয়ে ফেলছি।
সঙ্গহীনভাবে চলছি অচেনা পথে
শুকনো পাতাগুলো পদতলে
মর্মর যুগল ধ্বনিতে
শরীরে লোম জেগে উঠে।
হাঁটতে হাঁটতে দিগন্তের আলো
নিভে গেল তবু চলছি
চলার পথ শেষ হয় না।
অবিরাম চলছি লোকালয়ের খুঁজে।
পথে পথে চলছি
জানি না কবে থামব।
পূর্বসুরীদের মত হয়তো হারিয়ে যাব।
চলতে চলতে একদিন নিঃশেষ হয়ে যাব।
আরেকটি মহাযাত্রার উদ্দেশে
পুনরুত্থান ঘটার অপেক্ষায় থাকব,
অচীন আরেকটি পথে ছুটবো বলে।