স্বজন হারা মানুষগুলোর
দু-চোখে ঝরে নোনাজল।
মৃত্যুর নগ্ন মিছিলের স্রোতে
প্রতিদিন হারিয়ে যায়
কত শত নর-নারী।
আর কত দেখতে হবে?
নিত্যদিনে মায়ের আহাজারি!
অসহায় বাবার আর্তনাদ!
ভাই-বোনের চিৎকার!
ভেঙ্গে যায় কত স্বপ্ন!
ভেঙ্গে যায় কত আশা!
থমকে যায় জীবনের বাতি।
গোটা দেশটায় যেন আজ
লাশের নগরীতে পরিণত।
অনিরাপদ শহরে নিত্য বসবাস
ঘুম আসে না রাত-বিরাতে।
একে একে সব হারিয়ে যায়
না ফেরার দেশে ক্রমাগতভাবে।
আজ আমি,কাল তুমি
পরশু অন্য কেউ
অতঃপর সবাই
পরাজিত জীবন নিয়ে
এভাবেই চলে যেতে হবে
লাশের মহা মিছিলে।
রক্তঝরা পৃথিবীতে কে নিবে দায়?
জবাব চাই জবাব চাই
আর কত জীবন ঝরে গেলে
পাবো একটা নিরাপদ শহর।


৩০ মার্চ, ২০১৯ খ্রিঃ|| চুনারুঘাট, হবিগঞ্জ।