পৃথিবীতে বিলাসীতা করার জন্য
হয়নি মোদের জন্ম,
ধ্বংসের ধারপ্রান্তে গ্রাম-শহর
করতে হবে ধর্ম-কর্ম।
-
যুদ্ধ-সংঘাত হিংসা-বিদ্ধেষ
লাঞ্চিত বঞ্চিত সমাজ,
শোষণ থেকে মুক্তি কবে
পায় না কোনো কাজ।
-
আসতে হবে সংগ্রামের পথে
সবি যেন নিয়তির খেলা,
দেশটাকে বদলাবে কারা
শ্রমিক, কৃষক, রিক্শাওয়ালা।
-
আধো ঘুম আধো জাগরণে
কেটে যায় সারা রাত,
ভাগ্যের কি নির্মম পরিহাস
সয়তে হয় তাদের অপবাদ!
-
আসিতেছে নতুন দিনের বার্তা
সবাই মিলে করব উন্নতি,
গুছে যাক সব মনের ব্যাথা
খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি।


২রা অক্টোবর, ২০২০ খ্রিঃ || চুনারুঘাট, হবিগঞ্জ।