বাগান ঘুরে মন জুড়েছে
বলে দিও বন্ধু তাকে,
প্রকৃতির মাঝে নিসর্গ দেখেছি
অপরূপ নক্ষত্র বুঝি চতুর্দিকে।


কিসের টানে যায় বারবার
প্রতি প্রহরে প্রহরে সেখানে,
মনে হয় যেন আপন নিবাস
আমার দেখা সেরা ভুবনে।


প্রকৃতির মাঝে মহামারী ভুলে
মন প্রাণ চাঙ্গা রাখে,
ত্রিসীমায় ঝাঁকে ঝাঁকে প্রজাপতি
নিঃশব্দে ভেসে উঠে দু-চোখে।


নদী বয়ে যায় ধু-ধু আর্তনাদ
রৌদ্রমাখা ঐ অরণ্যের ভিতরে,
কেউ কি শুনতে পায়
বালু মাটির স্তরে স্তরে।


নিঃশব্দে চলে যায় সময়
ফিরে আসি কাটে না ঘোর,
মিলে না জীবনের হিসেবনিকাশ
হেঁটে চলা আর কত দূর?