স্বাধীনতার ফেরিওয়ালা
ফারুক আহাম্মদ
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
গ্রাম কিংবা শহরে
পথে পথে চলি,
আনন্দ বেদনার মাঝে হাঁটি।
যেথায় সেথায় দিবানিশি ছুটি,
সময়ের প্রয়োজনে
যখন তখন হাজির হই।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
সত্যকে সত্য বলার স্বাধীনতা,
মিথ্যাকে মিথ্যা বলার স্বাধীনতা,
গণতন্ত্রের স্বাধীনতা,
ভোটাধিকারের স্বাধীনতা,
এক দেশে অভিন্ন স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
নিরাপদ সড়কের স্বাধীনতা,
বেকারত্ব মোচনের স্বাধীনতা,
কোটা সংস্কারের স্বাধীনতা,
পঁয়ত্রিশের স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
বুদ্ধিজীবীদের স্বাধীনতা,
টিভি টকশোতে স্বাধীনতা,
পত্র-পত্রিকার স্বাধীনতা,
ইলেক্ট্রনিক মিডিয়ার স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
রাজপথের স্বাধীনতা,
শাহবাগ চত্বরে স্বাধীনতা,
সমাবেশের স্বাধীনতা,
মু্ক্ত মঞ্চের স্বাধীনতা,
মুক্ত আকাশের স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
অফিস পাড়া আদালতের স্বাধীনতা,
সংসদ চত্বরে স্বাধীনতা,
হাট-বাজার, বন্দরের স্বাধীনতা,
লঞ্চ,বাস, রেল বন্দরের স্বাধীনতা,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
সন্ত্রাস নির্মুলের স্বাধীনতা,
নৈরাজ্যবাদীদের বিরূদ্ধে স্বাধীনতা,
স্বৈরাচার উৎখাতের স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
নারী-পুরুষের স্বাধীনতা,
স্বামী-স্ত্রীর স্বাধীনতা,
প্রেমিক-প্রেমিকার স্বাধীনতা,
ছাত্র-শিক্ষকের স্বাধীনতা,
ক্রেতা-বিক্রেতার স্বাধীনতা,
মালিক-কর্মচারীর স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
আমজনতার স্বাধীনতা,
আমলাবর্গের স্বাধীনতা,
নেতা-নেত্রীর স্বাধীনতা,
সরকারি দল-বিরোধী দলের স্বাধীনতা।
-
আমি স্বাধীনতার ফেরিওয়ালা।
লাগবে নাকি স্বাধীনতা?
-
১১ ডিসেম্বর ২০১৮খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।