আলো আঁধারের নীরব খেলা
রঙ ঢঙের এই বৃত্তে,
কাজে অকাজে সকল সংঘে
জীবন সংশয় ছন্দহীন চিত্তে।


সত্য মিথ্যার করাল গ্রাস
কত কি আড়ালে করে!
পাপ পূণ্যের এই মর্তলোকে
ক্রমে ক্রমে ঝরে পরে।


নীড় হারা ক্ষুব্ধ পৃথিবীতে
ছারখার দেহ মন,
অন্তিম যাত্রার হুংকার শুনি
বুকে আসে কাঁপন।


আহাম্মকরা আজ উল্লাসে মত্ত
চলছে যেথায় স্বদেশ,
বলার ছিল হয়নি বলা
বদলে গেছে বাংলাদেশ।


নগ্ন পৃথিবীতে চির মুক্তি
ঘুরে বেড়াই হৃষ্টচিত্তে,
ভীরু ভাবনা কালের জীর্ণতা
মোহের টানে প্রমত্তে।


৬ আগষ্ট, ২০১৯খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।