হে একাত্তর তুমি মহান
তুমি মোদের নিথর দেহে ফিরাইয়া দিয়াছ প্রাণ।
ধ্বংসের বুকে তুমি করিয়াছ সৃষ্টির উল্লাস
তোমার কল্যাণে মোরা শান্তিতে করি বসবাস।
জানি তুমি রক্ত পিপাসু-কেড়ে নাও প্রাণ
তবুও তোমার দান স্বাধীনতা থাকে চির অম্লান।
সব কিছু হারাইয়াছিলাম একদিন পলাশির প্রান্তরে
শোষিত হইয়াছি বর্গীদের দ্বারা দু’শ বছর ধরে।
অবশেষে সাতচল্লিশে এসে ভারতবর্ষ হয়ে গেল স্বাধীন
তবুও মোরা রয়ে গেলাম অন্যের অধীন।
এবার পড়লাম মোরা হায়েনাদের হাতে
থাবা বসালো এরা মোদের উর্বরা বুকেতে।
বাংলা মোদের মায়ের মুখের বুলি
তা কাড়িয়া নিতে এরা মোদের বুকে চালিয়েছিল গুলি।
এরা ছিল হিংস্র, ভয়ানক, জানোয়ার
তোমার কারণে এদের শেষ রক্ষা হলো না আর।
অবশেষে তুমি এসে মোদের দোয়ারে
হায়েনাদের তাড়ালে বুকে লাথি মেরে
সবকিছু ফিরে পেলাম আবার তোমার হাত ধরে।