হে সৃষ্টিকর্তা, ধন্যবাদ তোমায়
তুমি মোরে জন্ম দিয়েছ এই বাংলায়।
এমন সুন্দর দেশটিতে যেই জন্মিবে
স্বর্গে যাওয়ার ইচ্ছে তাহার নাহি রহিবে।
এই দেশে সকালে পাখির ডাকে ভাঙে মোদের ঘুম
জেগে দেখি লেগে গেছে আনন্দের ধুম।
পাখির কিচিরমিচির যেন সুরেলা বাঁশির সুর
শোনিতে লাগে তাহা কতই না মধুর।
রোদেলা-দুপুরে কৃষ্ণের চরে বাঁজে রাখালের বাঁশি
মুখে তার ফুটে থাকে গোলাপের হাসি।
আমাদের দেশের গোবরে ফুটে পদ্মফুল
রুপের যাহার নাহি কোন কূল।
যখনি চক্ষু মেলিয়া দেখি দূর-প্রান্তরে
মনে লয় সংসার ছেড়ে যাই ঘর-বাড়ি ত্যাগ করে;
করি জীবন-যাপন
কোন এক সন্নাসীর মতন;
যাহারা দ্বারে দ্বারে ঘুরিয়া
এদেশের রুপখানি মনের মাঝে করিয়াছে আহরণ।
যে পরদেশী বাংলার রুপ দেখিবে একবার
বাংলাকেই করিতে চাহিবে আমৃত্যু ঠিকানা তাহার।
হে বাংলা, তুমি আমার অহংকার।