লকডাউন!দেশজুড়ে চলছে কর্মের অবসান,
দয়ালুর দান কয়েক হাজার কোটি টাকা ত্রাণ।
গরিবের ঘরে উঠছে ফুটে ক্রমশ ক্ষুধার ছাপ,
দানের টাকায় নেতা- নেত্রীর অদৃশ্য হাত ছাপ।


লকডাউন!ওদের স্বার্থে আরো বাড়াতে চায়,
যদি দয়ালুর দান আরো কিছু হাতে পায়।
ওরা গরিবের দুঃখ মনে করেনা পোষণ,
রক্ত-খদ্যোতের মতো গরিবের হক করে শোষণ।


দামি মাইকে কেবল উন্নয়ন-উন্নয়ন বলে চ্যাঁচানো।
নিজের উন্নয়নে শুধু নিজেকেই বাঁচানো।
গরিবের আর্তনাদ পৌছায় না ওদের কাছে,
নির্বাচনের আগে ঘুরেফিরে গরিবের পিছে-পিছে।


গরিবের ঘর্মে ওরা প্রাসাদের সিংহাসন গড়ে,
দারিদ্রতায় গরিবের কুঁড়ে ঘর বাতাসে নড়ে।
এই দুর্দিনে ওরা কেউ নেই আমাদের পাশে,
অদৃশ্য-ইশ্বর যেন গরিবের দুঃখ শুনে হাসে।।