আগমনী শীতের হাওয়ার মতো
অনুভূত তোমার মন্থর  আগমন,
বিশাল শূন্যের বুকে শুভ্র মেঘের মতো
তোমার হৃদয় রাজ্যে আমার মিলন।


কালের আবর্তনে বসন্ত হয়েছে নিঃশেষ।
মধ্য-কাল থেকে অনেক দূরে
এক প্রহর বৃষ্টির মত সরে গিয়ে
সমাপ্ত করেছো তোমার কার্য।


আজ আমি আবর্তনে পোড়া প্রাসাদ।
খসে পড়েছে ইটের স্তুপ,মুছে গেছে রং,
মিলিয়ে গেছে পাড়ে আছড়ে পড়া আর্তনিনাদ।
কেবল পড়ে আছে ভাঙ্গা দরজার নির্বিকার কাঠ।