সারা জীবন বসে বসে কি করিলাম অর্জন,
শুনলে হৃদয় চমেক উেঠ, আকাশ ফাটা গর্জন ।


এ কেমন বৃষ্টি, অপলক দৃষ্টি,
থামা থামির বালাই নেই ব্যাহত সব কৃষ্টি ।


মেঘ মামাদের চোখের পানি অঝোর ধারায় ঝরে,
আকাশ ফেটে কান্না তাদের পরে মাটির তরে ।


টাপুর টুপুর শব্দ তাদের খুবই ভালো লাগে,
বেলকুনিতে দাড়িয়ে দাড়িয়ে দেখতাম এ সব আগে ।


গাছের পাতা নড়ছে যেন মৃদু হাওয়ার তালে,
সব পাখিরা আশ্রয় নিচ্ছে গাছের ডালে ডালে ।


মগ ডালেতে পাখির বাসা হালকা নুয়ে পড়ে,
বাচ্চা নিয়ে অনেক পাখি বসে নড়ে চড়ে ।


একটু বেশী বাড়লে বাতাস শঙ্কা হয় যে মনে,
এই বুঝি শেষ প্রাণটি মোদের যাবে কতক্ষনে ।


মনে মনে জপে শুধু সৃষ্টিকর্তার নাম,
কখন হবে মেঘ মামাদের কান্নার অবসান ।


দয়া করে মেঘ মামারা একটু ক্ষান্ত যাও,
বাঁচার তরে আহার খুজার সুযোগ করে দাও ।


অনেক কান্না কাঁদছো তোমরা আর প্রয়োজন নাই,
এবার চলো সবাই আমরা কর্মে চলে যাই ।