এবার তোমায় ছাড়ছিনে আর পেয়েছি আজ বাটে
সুদ-আসলে করব উসুল ঠেকাবে কোন লাটে ?


ভাইয়ার কাছে নালিশ দিয়ে নিব প্রতিশোধ
বুঝবে তখন আমি কেমন যদি থাকে বোধ ।


চর মেরেছে অন্তরে মোর ধরল ফাটল মনে
কষ্ট তোদের হয়না ভাইয়া আঘাত পেলে বোনে ?


বলিস কিরে ?
তুই যে মোদের নয়ন মনি জ্যোৎস্না রাতের চাঁদ
তোকে কেউ বললে কিছু করব ধুলিস্যাৎ ।


তুই শুধু বল তোকে কভু কে বলেছে কি
আমি তার জিবটা ছিড়ে তোকে এনে দিই ।


ভাইয়া, কালকে আমায় একটি ছেলে চোখ মেরেছে মাঠে
মজা তখনই দেখিয়ে দিতাম, তুই যে ছিলি হাটে ।
আজকে আবার সাহস কত বসছে এসে ঠাটে ।


কোন ছেলেটি, কোথায় এখন, বলতো ভাল করে
চোখ দুটি তার উপড়ে ফেলব এখনই যে ধরে ।


গা-গতরে নাদুস নুদুস দেখতে বেশ স্মার্ট
লাল খোপ খোপ লুঙ্গী পড়া গায়ে হাফ শার্ট ।


ভাল করে দেখে নিও না যেন হয় ভুল
তৃণপরে বসে আছে কর্ন ঘেরা চুল ।


যা তুই এবার ঘরে চলে যা, দেখছি আমি ঘাটা
দেখে নেব ছোকড়ার বুকের কত বড় পাটা ।


অবশেষে ভালবেসে দান করিলে মন
মাঝে মাঝে মনে পড়ে সেই দিনের কীর্তন ।


ভাইকে দিয়ে সেদিন আমায় করলে নাজেহাল
একটু থেকে বাড়িয়ে বলে তিলকে করে তাল ।


আর দিওনা লজ্জা আমায় যা হয়েছে বেশ
বন্ধুকে মোর নিলেম চেখে কতটুকু নিঃশেষ ।