পরিপূর্ণ একা হয়ে গেলে
কেমন হত যদি নিশ্ছিদ্র ঘরে একা
নিজের ছায়াটি নিয়ে কেবল
আমার সাথে শুধু আমারই হতো দেখা!


একা হওয়া অসহ্য ব্যথা
তবুও কেউ কেউ চায় যেতে বহুদূর
যেখানে পৌঁছায় না কভু
পৃথিবীতে তৈরি হওয়া সমস্ত জাগতিক সুর!


একভাবে বাঁচা একঘেয়ে বড়
কখনও সুযোগ এলে অন্য রূপে সাজবার
বিপন্ন মন চেয়ে রয়
সময়ের শেষে শুনতে পাবে অপূর্ব ওঙ্কার  !


একরকম ক্ষুধা রোজ আসে
একা হওয়ার ক্ষুধা মাঝেমাঝে বেশী করে ডাকে
সব শব্দ অসহ্য লাগে
প্রতিদিনের সকল কাজ ব্যর্থতার ছবি আঁকে!