তুমি আমি এত কাছে
তবুও অনেক দূরে,
আমরা আমাদের এসেছি ফেলে
স্মৃতিগুলি কেবল পিছে।


মনে রাখাটা কঠিন এখন
আর ভুলে যাওয়া
সহজ হবে ভেবেছি যতটা;
মনটা কেন করে  তবুও জ্বালাতন?


বৃষ্টিতে একবার সেই শেষ
চশমাটা ঝাপসা হয়ে যায়
বৃষ্টির ফোঁটায় নয়;
চোখের নোনা জল অবশেষ ।


তোমার হাতে আমার হাত
কবে রেখেছি? সেদিন ছিল
বুধ আর সময় ভরদুপুর;
খুঁজি না কাউকে
এখানে বাড়ে  শূণ্য রাত।


ফিরব কোথা? বন্ধ দরজা
দু'জনেই দিয়েছি হাতল উঠিয়ে
কোন পথ নেই আর রাখা।