সোস্যাল ডিস্টেন্স মানতে গিয়ে
কত কত দূরত্বে চলে গেছি।
পশ্চিমাদের অনুসরণ করে করে
এখন আমাদের নিজেদের বলতে
কিছুই নেই আর একদম!


আমাদের এখন আর
ঘর ভালো লাগে না
আমাদের সংসার ভাঙ্গে অহরহ
আমাদের পিতা-মাতাদের
জায়গা হয় না আমাদের গৃহে
আমাদের এখন প্রচুর স্বাধীনতা।


কোন ধরণের বন্ধনে আর মন ভরে না
বন্ধনকে মনে হয় ফাঁস!
উদ্যম সুখে গা ভাসিয়েও
কেন যে একা একা লাগে?
কেন মনে হয় সব কিছুই মূল্যহীন?