শুধু ভুল হয়ে যায়
মন যা চায় সচারাচর তা কি পায়?
যদি আবার সব নতুন করে
নতুন কিছু ভাবা যেত?
বারবার তবু ভুল হয়ে যায়!


একটা জীবন পাওয়া
বেঠিক শর্তে মাতাল হাওয়ার
স্পষ্ট আসা-যাওয়া।


দিকহীন পথে
স্থবির পাথর
কতটুকু পারে এগুতে?
ক্ষয়ে ক্ষয়ে যায়
নিজেই নিজের আঘাতে।


ভুল হয়ে যায় বারবার!