আমাদের এখন অনেক কিছু আছে,
সেই অনেক কিছু আসলেই অনেক।
ফেসবুকে আমাদের বন্ধু আছে পাঁচ হাজার
ফ্যান ফলোয়ার আছে আরও লাখখানেক।
আমাদের পোস্টে লাইক পড়ে ছ হাজার
কমেন্ট পড়ে কিছুটা কম চরশ কি পাঁচশ!
আমাদের ফোন ভর্তি অ্যাপস;
ট্রেন্ডি হতে গেলে ওসব থাকা লাগে।
আমাদের ভার্চ্যুয়াল জীবন অনেক বড়,
সেখানে এত এত তথ্য যে স্ক্রোল করে
পাশ কাটিয়ে না গেলে হয়ত ডুবেই মরতাম!
আমাদের চ্যাটিং লিস্ট প্রতিনিয়ত দীর্ঘ হয়
সেই সাথে দীর্ঘ হয় আমাদের নির্ঘুম রাত।
আমাদের প্রেসার বাড়ে, বাড়ে ওসারটিল খাওয়ার মাত্রা;
রক্তে গ্লুকোজ বাড়ে,সেই সাথে বাড়ে দূরত্ব।
আমাদের এখন প্রচুর একাকিত্ব
আমাদের অনেক কিছু আছে কিন্তু আমাদের কিচ্ছু নেই।