দীর্ঘ এক শীতনিদ্রায়
আটকা পড়ে গেছি;
এক দীর্ঘ শীতের কবলে
শান্ত হয়ে আছি।


কোন এক সৌভাগ্য মুহূর্তে
অভিশাপ ঝরে পড়েছিল!
মানব জীবন দেখুক এবার
দীর্ঘ বিশ্রামের অবসাদ।


শীত কেটে গেলে
বসন্ত আসে জানি।
তবুও চোখের পর্দায়
পড়েছে পুরু এক ছানি।


চুপচাপ থেকে থেকে
কথা চাপা পড়েছে।
শুনেছি তবুও ঢের
যা কিছু নিরবে বলেছে।


এ নিদ্রা ভেঙে গেলে
নতুন পৃথিবীতে জাগব যখন;
দীর্ঘ ঘুমের দুঃস্বপ্ন
পেছন থেকে টানবে নাতো আর?


এত গভীর ঘুম তবুও
কেন নিদ্রাহীন রাত জেগে
আকাশ-পাতাল ভাবি?
ভুলে যাই "গভীর নিদ্রায় এখন আমি"!


শাপমোচন হলে পড়ে
হয়ত খুলে যাবে সাপের খোলস,
মানব জীবনের সাথে
আবার হবে নতুন পরিচয়।