পশু আর হায়নার বিচরণ
মরণ কামড়ে বিদীর্ণ ভুবন
গভীর ভীষণ, আঁধারে রোদন
সবুজ ভূষণে, লালিমা লেপন।
পরিকল্পিত ছিল এ নৃশংসতা
শিউরে উঠি দেখে বীভৎসতা
নপুংশক ওরা, চালায় বর্বরতা
পঙ্গু করেছে বাঙালি জাতীর মেধা।
বুদ্ধিজীবী হত্যার শোকগাথা
জর্জরিত মায়ের মনের ব্যাথা
বিজয়ী পতাকায় আছে লেখা
মিশে আছে তার ব্যাপকতা।
পতাকা উড়ে স্বাধীন দেশে
দেখে নাই তারা দু'চোখ ভরে,
আজো উড়ে পতাকা সবুজ দেশে
দেখছো কি তোমরা গগন হতে?
আজো স্মরি তোমাদের কাব্য লেখে
আজো গান গাই তোমাদের সুরে
আজো ভেজে চোখ চোখের জলে
আজো আছো তোমরা হৃদয়ের মাঝে।