একথোকা ফুল
আর মতির দুল
লাল পেড়ে শাড়ি
না আনলে আড়ি।
ভীষণ হুলুস্থুল
সবাই মশগুল
তখন পাপড়ি
দিয়ো আনাড়ি।
তুমি জানি অতুল
আমি অতি বেভুল
বাবার দুলারি
হবে পাহাড়ি?
সূর্য হলো রাতুল
মনটা মোর চটুল
বাঁধা দিয়ে পাড়ি
গড়বে নতুন বাড়ি?
আবেগ মোর বহুল
মনটা করে আদুল
চড়ে মেঘের গাড়ি
সুদূরে দেবে পাড়ি?
কালো এলোচুল
স্বপ্ন দেখি ভুল
আমি শ্যাম নারী
তুমি হও কান্ডারি।