মাতাল মাতাল লাগছে কেন
আজ তপ্ত দিনে
বন্ধু তোমার খোলা চুলে
নেশা জাগলো মনে।
বন্ধু তোমার সাথে চলো
রবির সুরে জুটি,
ঝাউবনেতে এলোচুলে
আমরা দুজন ছুটি,
তপ্ত হাওয়া তুচ্ছ করে
ভেঙে বাঁধার খুঁটি।
বন্ধু তোমার চোখের ভাষায়
আজকে পেলাম খুঁজে,
গহীন অমল সুখের বসত
মনের ভাঁজে ভাঁজে,
চোখের আলোয় খুঁজে পেলাম
সুখের ধারায় ভিজে,
ডাকছো তুমি গানের সুরে
রচে কাব্য নিজে।