অনেক আছে ফুল কাননে
তবু শূন্য লাগে কদম বিহনে
আজ বরষায় দেবে কি এনে
একটি চারা তোমার সাথীরে।
কদম ফুটিয়ে সেই গাছেতে
নতুন অধ্যায় হবে কাহিনীতে
বয়সের পারদ হোক উন্নীত
নতুন অভিলাষে নয়ন উন্মীলিত।
অনেক হয়েছে বর্ষণ আজি
সিক্ত হয়েছে মনের মাটি
কাজলে সেজেছে দুটো আঁখি
পড়াবে হাতে কাঁচের চুড়ি?
অনেক মধু জমেছে মনে
ফেরারী হবে গহীন বনে?
আঁচলে দিবে ফুল কুড়িয়ে?
সায় জানিও মিষ্টি হেসে।
অনেক প্রাণে সঞ্চিত জীবন
কুন্ঠিত বোধ সরিয়ে যৌবন
জোয়ারে ভেসো যেন প্লাবন
তোমাতে আমাতে রচিব ভুবন।
আজ শাওনে তোমায় গোপনে
মনের গহীনে সাজিয়ে স্বপনে
কত শত রঙে রঙিন পুলকে
আলাপন বুনেছি তোমাকে ঘিরে
হাত বাড়িয়ে আমাকে ছুঁয়ে
সম্মতি দিও সকল কথনে।