মেঘ হেরেছে রোদের খেলায়
তাই মেতেছে, তাই গেয়েছে
ফুলগুলো সব দুপুর বেলায়।
সম্ভাষণের সুর খুঁজে
পেলে কি আজ চোখ বুঁজে?
হাত বাড়িয়ে দাও হে সখী
আজ চলো ঐ দূরে ছুটি,
ফুলগুলো সব আঁজল পেতে
নিয়ে যাব আজ খুশিতে মেতে।
আবার যখন মেঘলা হবে
রোদেলা দিন ফুরিয়ে যাবে,
লিলি ফুলের রূপ মাতাবে,
সকল সময় তাইতো মাতি
দুঃখ ব্যাথা সরিয়ে লভি
খুশির রেণু, শখের বেণু
জীবন যতই হোক ক্ষয়িষ্ণু।