অন্য কোন শহরে, অন্য কোন প্রান্তে
থাকি আমি তোমাদের বসন্তে,
ফুল কোকিলের সব আয়োজন
গান, কবিতার সব নিমন্ত্রণ
সব চলছে তোমার শহরে
মন রাঙানো সব প্রহরে,
আমি তখন রই  একাকী
হয়ে উদাসী আর বিবাগী অন্য কোনো নগরে,
পড়বে মনে সবার মাঝে আমি ও ছিলাম এই শহরে?
ফুলের মেলা, গানের গলা, রঙের যত শত খেলা
চলবে যখন ফাগুন হাওয়ায়?
জানিয়ে দিলাম আছি আমি, আমায় ঘিরে তুষার রাজি, নেই তো হেথায় জলসা দাওয়ায়।


রোদের মায়ায় বনে বাদাড়ে  বুনো ফুলের গন্ধ,
পড়া পালিয়ে ছুটে বেড়ানো কিশোর ছেলের নিবন্ধ,
পাতার মাঝে, ফুলের বুকে প্রজাতির কথা,
তুষার ঘেরা এই আমারি বাড়ায় বুকে ব্যথা।
অন্য শহরে সবার মাঝে লুকিয়ে থাকি আমি
শাড়ির আঁচল ছায়া তখন খুঁজি দিবসযামি।
কোন কাজের শাস্তি আমায় কাঁদায় এমন করে
বসন্ত ছোঁয়া শহর আমায় সরিয়ে দিল দূরে,
কখন, কোথায়, কেমন করে ফিরবো আমি ঘরে?
চড়ুই, শালিক, দোয়েল, কাক আর সবুজ টিয়া পাখি
আমার তরে ভরে না কি তোদের দুটি আঁখি?
বসন্ত বাতাস আমায় ঠকাস পাঠিয়ে দিয়ে দূরে
আমার কেন পলে পলে তোকেই মনে পড়ে?
ফুল, পাখি আর বসন্ত বাতাস
আমার মনে জ্বালাস হুতাশ অন্য এই শহরে
আশায় আছি তোকে ছোঁব অন্য কোন প্রহরে।