ফুল পাখি আর ঘাসফড়িং
সবার আমি বন্ধু
বিশাল বিপুল এই পৃথিবীর
কাছে আমি বিন্দু,
আমার তবু আছে যেন
বিশাল হৃদয় সিন্ধু‌।
গাঁও গেরামের মায়ার ছবি
আমায় ফেলে মোহে
শাপলা শালুক বিলে আমি
ছুটি দিনে রাতে,
ঝরা পাতা ফুলের কাব্যে
থাকি আমি মেতে।
এদের গল্প তোমায় বলে
নতুন সুর তুলি
অদেখা সব রূপের সুধায়
সাজবে তুমি অলি
এসব দিয়েই সাজিয়ে দিব
তোমার জীবন ডালি।
তারিফ আমার আরিফ হলেও
ডাকতে পারো যোগী
দেশে দেশে ঘুরে বেড়াই
আমি রূপের রোগী।