হরেক রকম করে
হরেক চাকচিক্যে
মনটা শুধু উড়ে।
কখন যাবো পড়ে,
ডানা যাবে ঝরে,
জাগে চিন্তা মনে
গোধূলি এই ক্ষণে।
হিসেব সব মিছে,
ভুল করেছি পিছে,
এখন বলি কেশে,
ক্ষমা পাবো কিসে।
আর বুঝি নেই দেরি,
ধরতে হবে ফেরি,
দৌড়ে গেলেও মরি,
বিপদ এযে ভারি,
আছে পায়ে বেড়ি।
এমন বেভুল ছিলাম,
সব তুলেছি নিলাম,
কিছুই তো না পেলাম,
নিঃস্ব আমি হলাম।
সঠিক সময়কালে
সঠিক হয়নি বলে
বোকা সেজেছি কেবল
উপায় খুঁজি সরল,
চেষ্টায় অবিরত,
হাল ছাড়িনি আজো।
ফুল পাখিদের দেখি
এদের কাছে ডাকি,
এরা যে খুব খাঁটি,
শান্তি তাতে যাচি।