মনের ভেতর দেউ দানবের বাস
যখন তখন ছড়িয়ে যায় ত্রাস
যখন তখন আটকে ধরে শ্বাস
ভয়ের খেলায় শান্তি করে নাশ।

ছোট্ট বুকে বাস করত রঙিন প্রজাপতি
ইচ্ছে হলেই ছুঁয়ে দিতাম
হাজার তারার বাতি
যখন তখন গুনগুনিয়ে বাজত মধুর গীতি
সেসব কিছুই মিলিয়ে গেছে, এখন সবই স্মৃতি।

দানব এসে ভেঙে দিল প্রজাপতির ডানা
উড়ে উড়ে হারিয়ে যেতে এখন অনেক মানা
ঝিলিমিলি মন মুকুরে দেউ দানবের হানা
শিউরে উঠে ভয়াল থাবায়
স্বপ্ন দেখা ছানা।

ভিতর ভুবন চূর্ণ করে গুঁড়িয়ে দেয় মানব
পেলব ছোঁয়ায় গড়া মনে ছোঁয়ায় গরম ধাতব
যখন তখন শুনিয়ে যায় হিম করা সব তলব
ছোট্ট বুকে ঘুরে বেড়ায়
রাঘব আকার দানব।

প্রাণের প্রিয় যারা আমার দানব হানায় ক্লিষ্ট
সবার ডাকে সাড়া দিয়ে
করো তাদের তুষ্ট
তোমার পানে হাত তুলেছি
হয়ো না তুমি রুষ্ট
প্রভু তুমি দয়ার ধারায় ঘোচাও সবার কষ্ট ।