রূপের দিদি ফোটায় নিতি
হরেক ফুল নিরবধি
বিশাল বিপুল তার পরিধি
হারাবি চল জুটিয়ে সাথি।
মাটির মায়া, মাটির কায়া
ভালোবাসা ছড়ায় ছায়া
সময় থামে, কাঁপে হিয়া
আসবে হেথা সবুজ টিয়া?
কবিতা সাজে দিবস রাতে
কবিতা সদাই তাতেই মাতে
জড়িয়ে রাখে সুখ প্রভাতে
ডাক দিয়ে যায় মধু গীতে।
মেঘ, বৃষ্টি, রোদের খেলা
পাখ পাখালি বসায় মেলা
জোছনা ধোয়া রাতের বেলা
সকল পলে  রূপ উজালা।
একটু দাঁড়াও ও ভাই পথিক
ভুলে ভাবনা ঠিক বেঠিক
ও ভাই রসিক, আশিক, প্রেমিক
কুড়িয়ে নিয়ো অজস্র মানিক।