উচ্চকিত হয়ে উঠি,
নিষ্পলক চেয়ে দেখি
রূপ হেরি আনাড়ি হাতে
পঙতিমালা লেখি
এই ধরণী দেখিবারে চাই
হয়ে কোন পাখি।
রঙের খেলা আকাশ জুড়ে
গোধূলি বেলায় অথবা ভোরে,
বাদল ধারায় স্নাত আকাশে
সাতটি রঙ ধনুকের বেশে
ক্ষণিকের তরে সাজে পুলকে
চিরতরে থাকে ঘিরে স্বপ্নকে।
রংএর এই ভুবন তৃষা মিটায়
কবির দুটো চোখ পূর্ণতা পায়।
সুবাস ভাসে কাঠগোলাপের
হাসনাহেনা আর বকুলের
দেখতে না পাই, অধরা তাহায়
তবু অনুভব সুধায় ভরায়।