শরীরটা বেশ নড়বড়ে
চুলের গোছায় পাক ধরেছে
দুঃখ তাতে নেইতো মোটে
মনের বয়স বাড়েনি যে
সেথায় বসত হাসিখুশি
বেনী দোলানো কিশোরী আমি
ঘাসফড়িঙ আর এক্কাদোক্কা
এখনো নাড়ায় আমার মনটা
দুবলো পায়ে জোর পাইনা
তবুও মনে খুশির ফোয়ারা
খেলে যখন কিশোরী মেয়েরা
বেনী দুলিয়ে এক্কা দোক্কা,
যেতে হবে দুদিন পড়ে
মাটির ঘরে থাকতে হবে
ভয় কি ওরে সেই মরণে
সাথী আমার সাথে আছে
অঞ্জলি ভরে খুশির প্লাবনে,
স্রষ্টা আমায় খুশি দিতে
সাথিটিকে জীবনে এনেছে
রঙধনু রঙে রাঙিয়ে জীবন
শুকরিয়া করি সারাটি ক্ষণ
ইবাদতে ভরি প্রভুর মন।
আক্ষেপ কি যোগের হিসেবে
বয়স বেড়েছে হুহু করে
মনতো আমার এখনো রাঙ্গে
ধূসর আভা যায়নি ছুঁয়ে।