এইকি তবে বসন্ত সময়?
বুঝতে চাইছে অন্ধ হৃদয়
লাল পলাশ, নতুন কিশলয়
নাকি বন্ধু  তোমাকে বিজয়।
আজ কি সখি জোছনা রাত?
অচিন সুর যে পাঠায় ডাক
বদ্ধ ঘরের কোন সে ফাঁক
পাচ্ছে খুঁজে মনের বাঁক ।
আমের মুকুল ফুটলো বুঝি
এই প্রহরে তাকেই খুঁজি
সুবাসিত তার রূপের পুঁজি
তাঁতের শাড়িতে দিও গুঁজি।
ঝরা পাতা কি সাজালো মাঠ?
চলতে পথে শোনায় কি রাগ?
আমায় নিয়ে পেরোতে মাঠ
বন্ধু তুমি বাড়াও হাত।