তোমার ও কি অনেক কিছু চাওয়া ছিল?
শরত কালে আকাশ নীলে
পাখনা মেলো?
পেয়েছো তুমি বাদল দিনের কদম?
শাপলা মালা গলে ছুঁয়েছো তাকে প্রথম?
ঝুম বৃষ্টিতে কাজল কালো দৃষ্টিতে
বলতে পেরেছো বিলীন আমি তোমাতে?
রবি যখন অস্তাচলে
দুঃখ যখন ঝাঁপি খুলে
মনুষ্যকীট দেখা দিলে,
বটবৃক্ষের মতন সাথী
পাশে থাকে দিন ও রাতি?
এমন যদি নাইবা ঘটে
অভিমানের হৃদয়ঘাটে
নাও ভিড়িয়ে যাও জুড়িয়ে
বেলা যে হায় যায় ফুরিয়ে,
সাথী কোরো ঐ দোয়েল শ্যামা
দুঃখ রেখো ধামায় জমা,
ধানের ক্ষেতে দুঃখ বুনে
শষ্য শ্যামল রঙটি কিনে
জীবন নাও আবার ছোটাও
বাসন্তি ফুল আবার ফোটাও।